নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকারীদের বিরু...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয় চক্রবর্তী জানান, উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজাএলাকায় মঙ্গলবার ভোরে মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাই করার চেষ্টা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আরিফ হোসেন ও রাকিব মিয়া নামের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন উপজেলার আষাড়িয়ার চর গ্রামের স্বপন মিয়ার ছেলে এবংরাকিব মিয়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলারখিলগাও গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে