তাং-১৬/০১/২০১৭ইং ..... সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) স্যারের নেতৃত্বে সোনারগাঁ থানার এএসআই/আবুল কালাম আজাদ, এএসআই/হাবিবুর রহমান ও স...
তাং-১৬/০১/২০১৭ইং
.....
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) স্যারের নেতৃত্বে সোনারগাঁ থানার এএসআই/আবুল কালাম আজাদ, এএসআই/হাবিবুর রহমান ও সংগীয় ফোর্স সহ গভীর রাতে অভিযান পরিচালনা করে মাদক স্রামট ( ১) আলী হোসেন(৪২) পিতা- আঃ হামিজ, সাং-নয়ামাটি, এবং ইয়াবা সম্রাট মামুন(২৫), পিতা মৃত-আলী হোসেন, সাং-হামছাদী, উভয় থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ কে মাদকদ্রব্য সহ হাতে নাতে গ্রেফতার করেন। পরবর্তীতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনা(ভূমি) স্যার মাদ্ক সম্রাট আলী হোসেন কে এক বছরের সাজা এবং ইয়াবা সম্রাট মামুন কে ০৬(ছয়) মাসের সাজা প্রদাণ করেন।
No comments