তাং-১৭/০১/২০১৭ইং ........ আজ ইং ১৭/০১/২০১৭ইং সকাল সোনারগাঁ থানার এসআই/আমিনুল ইসলাম, এএসআই/আবুল কালাম আজাদ, এএসআই/হাবিবুর রহমান, এএসআই/ছামান...
তাং-১৭/০১/২০১৭ইং
........
আজ ইং ১৭/০১/২০১৭ইং সকাল সোনারগাঁ থানার এসআই/আমিনুল ইসলাম, এএসআই/আবুল কালাম আজাদ, এএসআই/হাবিবুর রহমান, এএসআই/ছামান সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী (১) মোতালেব ওরফে মতু(৪৬), পিতা রমিজ উদ্দিন, সাং-সেনপাড়া, (২) মোঃ বিল্লাল হোসেন(২৫),পিতা আবুল হোসন, সাং-গোয়ালপাড়া, উভয় থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাজাঁ সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রহিয়াছে।