সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় থেকে মঙ্গলবার ১৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের...
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় থেকে মঙ্গলবার ১৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পরগ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়।সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, তিনি মঙ্গলবার সঙ্গীয় ফোর্স নিয়ে তাহেরপুর এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী দুধঘাটা এলাকার রমিজউদ্দিনের ছেলে নূর হোসেন, একরামপুর এলাকার মৃত অলিউল্লার ছেলে আওলাদ হোসেন ও বন্দরের মিনারবাড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল হোসেনকে ১৫০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে।
No comments