মোঃ মিঠু আহমেদঃ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বাখরখানী ও বাজাপোড়া, সরেজমিনে গিয়ে দেখা যায় মোগরাপাড়া বাসষ্টা...
মোঃ মিঠু আহমেদঃ
সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বাখরখানী ও বাজাপোড়া,
সরেজমিনে গিয়ে দেখা যায় মোগরাপাড়া বাসষ্টান্ডে সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গরে উঠা ভিবিন্য ছোট ছোট দোকানে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ভিবিন্য খাবা্র,একদিকে ব্যবহার হচ্ছে পচা পামওয়েল তৈল ও মেয়াদ নেই এমন চিনি,অন্য দিকে ওরে পরছে ধুলাবালি, ,কিছুদিন আগে নিউজ প্রকাশ হওয়ার পর পলিথিন দিয়ে ঘেরাও দিয়ে রাখলেও তা আবার কিছুদিন পর খুলে ফেলা হয়,ভিবিন্য দুর দুরান্ত থেকে আসা যাত্রি পেটে ক্ষুদা পেলে খাচ্ছে এসব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার,যা স্বাস্থের জন্য অনেক ক্ষতিকর,দেহে ছড়িয়ে পরছে ভিবিন্য রোগ জিবানু,সোনারগাঁ থানার এ এস আই আবুল কালাম আজাদ জানান খুব শিগ্রই এদের বিরোধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে
সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বাখরখানী ও বাজাপোড়া,
সরেজমিনে গিয়ে দেখা যায় মোগরাপাড়া বাসষ্টান্ডে সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গরে উঠা ভিবিন্য ছোট ছোট দোকানে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ভিবিন্য খাবা্র,একদিকে ব্যবহার হচ্ছে পচা পামওয়েল তৈল ও মেয়াদ নেই এমন চিনি,অন্য দিকে ওরে পরছে ধুলাবালি, ,কিছুদিন আগে নিউজ প্রকাশ হওয়ার পর পলিথিন দিয়ে ঘেরাও দিয়ে রাখলেও তা আবার কিছুদিন পর খুলে ফেলা হয়,ভিবিন্য দুর দুরান্ত থেকে আসা যাত্রি পেটে ক্ষুদা পেলে খাচ্ছে এসব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার,যা স্বাস্থের জন্য অনেক ক্ষতিকর,দেহে ছড়িয়ে পরছে ভিবিন্য রোগ জিবানু,সোনারগাঁ