ওয়েব ডেস্ক: পুরনো বছরের ডিসেম্বরে মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া জানিয়েছিল, 'স্মার্টফোনের বাজারে তাঁরা শীঘ্রই ফিরবেন'। মাস খানেকে...
ওয়েব ডেস্ক: পুরনো বছরের ডিসেম্বরে মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া জানিয়েছিল, 'স্মার্টফোনের বাজারে তাঁরা শীঘ্রই ফিরবেন'। মাস খানেকের মধ্যেই যেমন কথা তেমন কাজ, নোকিয়া সিক্স নিয়ে স্মার্টফোনের বাজারে হাজির বিশ্ব বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়া। তবে এখনএই নোকিয়া সিক্স কেবল মাত্র চিনেই মিলবে। বিশ্বের অন্যত্র এখনই নোকিয়া সিক্স পাবেন না ইচ্ছুক গ্রাহকরা। আরও পড়ুন- ২০০০ টাকায় স্মার্ট ফোন বানাতে প্রস্তাব সরকারেরকোম্পানির তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,"নোকিয়া সিক্সই কেবল নয়, নতুন বছরে স্মার্টফোনের বাজারে একের পর এক চমক নিয়ে আসতে চলছে নোকিয়া মোবাইল"। নোকিয়া সিক্সের ফিচার-* ২.৫ গরিলা গ্লাস* কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর* এক্স সিক্স (X6 LTE) মডেম* ৪ জিবি র্যাম (RAM)* ৬৪ জিবি স্টোরেজ * ১৬ মেগাপিক্সেল ক্যামেরা * ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা