বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নিজ বাড়িতে তিনি মারা যান। খবর এনডিটিভির মৃত্যুকালে পদ্মশ্রী উপাধি ...
বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নিজ বাড়িতে তিনি মারা যান। খবর এনডিটিভির মৃত্যুকালে পদ্মশ্রী উপাধি পাওয়া এই অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর।ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক করেন ওম পুরি।১৯৮২ সালে আরোহন চলচ্চিত্রে তিনি সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।অর্ধ সত্য, আক্রোশ, জানে ভি দো ইয়ারো, ভাবনি ভাবাই, মিরচ মসালা, ধারাভির মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ওম পুরি।ওম পুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড অভিনেতা অনুপম খের, পরিচালক করণ জহর, মধুর ভাণ্ডাকর, সুজিত সরকার প্রমুখ।
No comments