গরমে ঠাণ্ডা শরবত সোনারগাঁ এ সূর্য ঠিক মাথার উপরে। আগুন বৃষ্টি হচ্ছে চারপাশে। পিচ ঢালা পথ উত্তপ্ত, যেন আগুনের ধোঁয়া বেরুচ্ছে। গরমে-ঘামে পোশা...
গরমে ঠাণ্ডা শরবত সোনারগাঁ এ
সূর্য ঠিক মাথার উপরে। আগুন বৃষ্টি হচ্ছে চারপাশে। পিচ ঢালা পথ উত্তপ্ত, যেন আগুনের ধোঁয়া বেরুচ্ছে। গরমে-ঘামে পোশাক ভিজে গেছে। শরীর প্রচণ্ড ক্লান্ত। হাঁটতে মন চায় না। এই দৃশ্য দেখে সোনারগাঁ এমপি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা নিজ আয়োজনে সোনারগাঁ চৌরাস্তায় বিভিন্ন পয়েন্ট এ রিকশাচালক, সিএনজি চালক, পথচারী, দোকানদার, সবাইকে লেবু, গুড়, ইশুবগুল, চিনি, ঠান্ডা পানি মিশ্রিত শরবত খাওয়ান।