তাং-২৩/০৫/২০১৭ইং মানব সেবায় বিশেষ আবদান রাখায় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি’র পক্ষ থেকে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রের...
তাং-২৩/০৫/২০১৭ইং
মানব সেবায় বিশেষ আবদান রাখায় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি’র পক্ষ থেকে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী’র শওকত ওসমান মিলনায়তনে “ ভেজাল, নকল, প্রতারণামুক্ত ও পরিবেশসম্মত দেশ গঠন আমাদের স্বপ্ন” শীর্ষক আলোচনা সভায় ‘হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড-২০১৭ গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মসিউর রহমান রাঙ্গা স্যারের হাত থেকে গ্রহণ।
২৩শে মে-২০১৭ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ০৫.০০ঘটিকার সময় শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী’র শওকত ওসমান মিলনায়তন, ঢাকায় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি’’র পক্ষ থেকে অনুষ্ঠিত “ ভেজাল, নকল, প্রতারণামুক্ত ও পরিবেশসম্মত দেশ গঠন আমাদের স্বপ্ন” শীর্ষক আলোচনা সভায় এবং গুনি ব্যক্তিদের মাঝে সম্মননা প্রদান অনুষ্ঠানে মানব সেবায় বিশেষ অবদানের জন্য আমাকে ‘হিউম্যান রাইটস্ এ্যাওয়ার্ড-২০১৭প্রদান করি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালযের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হাবিবুর রহমান মোল্লা(এমপি), এডভোকেট সানজিদা খানম(এমপি), হাজী রহিমুল্লাহ (এমপি), আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ সিআইপি চেয়ারম্যান(এশিয়া গ্রুপ ও এশিয়ান টিভি), পীরজাদা শহীদুল হারুন(অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়), আবুল হোসেন মজুমদার(সভাপতি বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি(বাসিসাস), এস, এম মোর্শেদ(সম্পাদক, অপরাধ বিচিত্রা), কবি হাসনাইন সাজ্জাদী(সভাপতি, বিজ্ঞান কবিতা আন্দোলন)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন(উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলী)।
No comments