নজরুল ইসলাম শুভ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালু থেকে রোববার রাতে ৭৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাঁ...
নজরুল ইসলাম শুভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালু থেকে রোববার রাতে ৭৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে পুলিশ উপজেলার মেঘনা সেতু এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসী চালায়। পরে কুমিল্লা থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-৩৫-৭৭২১) তল্লাসী চালিয়ে ৭৫ কেজি গাজা সহ ফরহাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানতলী এলাকার মজিবুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাচঁপুর হাইওয়ে থানার এসআই আশরাফ উদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।