রমজানে সরকারি অফিসএর নতুন সময়সূচি অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। রোজার সময়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সরকারি অফিস চলবে। এছাড়া, দু...
রমজানে সরকারি অফিসএর নতুন সময়সূচি অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। রোজার সময়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সরকারি অফিস চলবে। এছাড়া, দুপুর একটা পনের মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।
মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওয়ান-স্টপ সার্ভিস আইন,২০১৭’ এবং “ব্যাংক কোম্পানী সংশোধন আইন ২০১৭’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এসব তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে রোজার সময়ে অফিস সময় সূচি নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতও তাদের নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করবেন।