Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সদ্য পাওয়া

latest

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। আজ শুক্রবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন মিলা। বর বিমানের পাইলট পারভেজ ...

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা। আজ শুক্রবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন মিলা। বর বিমানের পাইলট পারভেজ সানজারি।
মিলার গিটারিস্ট এনায়েত উল্লাহ এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল। আজ রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়। সবার কাছে দোয়া চেয়েছেন মিলা।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী হৃদয় খানসহ তারকারা।
মিলা জানান, ঢাকায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে সবাইকে দাওয়াত করা হবে।
মিলার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘দোলা’, ‘তুমি কি সাড়া দেবে’, ‘নাচো হেলিয়া’, ‘সুন্দরী কমলা নাচে’, ‘হাজার দর্শক মন মজাইয়া’ ইত্যাদি।