নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘুরী এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে ফাসিতে ঝুলে মোক্তার হোসেন নামের এক যুবক আত্মহত্যা করেছে...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘুরী এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে ফাসিতে ঝুলে মোক্তার হোসেন নামের এক যুবক আত্মহত্যা করেছে । এলাকা বাসী জানায়,পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার সকালে স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হলে সকাল সাড়ে ১০ টার সময় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে সময় স্ত্রীর চিৎকারে লোকজন এসে দেখতে পায় মোক্তার হোসেন গলার ফাস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।মোক্তার হোসেন বাঘুরী গ্রামের মৃত কালুমিয়ার ছেলে।