বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠী গ্রামের ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। তথ্য অনুযায়ী জানা যায়: দীর্ঘদিন যাবৎ...
বরিশালের বাকেরগঞ্জে দাড়িয়াল ইউনিয়নের উত্তর কাজলাকাঠী গ্রামের ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।
তথ্য অনুযায়ী জানা যায়: দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহের জের ধরে (মঙ্গলবার ১৩জুন) দুপুর দেড়টায় ছোট ভাই সজীব ধরানীর স্ত্রী সুমাইয়া বেগম(২৫) কে গলা কেটে এবং মাথার বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করেছে রেজাউল ধরানীর পুত্র মোজাম্মেল ধরনী(৩৩)।
স্থানীয়রা খবর পেয়ে শর্শী থানার পুলিশ ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন ও এস আই মৃদুল চন্দ্র দে আসামী মোজাম্মেল ধরনীকে গ্রেফতার করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।