রইস ছবির লায়লা ও লায়লা আইটেম গানে ডান্স করে দর্শকদের মন জয় করেছিলেন সানি লিওন। তবে হিন্দির পর একমাত্র তেলুগু ছবি ছাড়া আর কোনও ভাষার আইটেম গ...
রইস ছবির লায়লা ও লায়লা আইটেম গানে ডান্স করে দর্শকদের মন জয় করেছিলেন সানি লিওন। তবে হিন্দির পর একমাত্র তেলুগু ছবি ছাড়া আর কোনও ভাষার আইটেম গানের ডান্সার হিসেবে দেখা যায়নি বেবিডলকে।
তবে, সবকিছু ঠিক থাকলে এবার বাংলা ছবিতে দেখা
যাবে সানিকে। একটি ছবির আইটেম গানের ড্যান্সার হিসেবে পা রাখতে চলেছেন তিনি। সূত্রের খবর, কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ছবিটি বানাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।
সানি লিওনকে প্রযোজক সংস্থার তরফে আইটেম গানে ডান্স করার জন্য অফার দেওয়া হয়েছে। রাজিও হয়েছেন সানি। তবে ছবিটির নাম বা কবে থেকে শুটিং শুরু হবে তা জানা যায়নি। অঙ্কুশ, নুসরাত ও যীশু সেনগুপ্ত ছবিটিতে অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়কেও।