নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা আসন্ন ঈদুল ফিতরের উপহার হিসেবে উপজেলা প্...
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা আসন্ন ঈদুল ফিতরের উপহার হিসেবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ জাতীয় পার্টির নেতাকর্মী এবং দুস্থদের মাঝে প্রায় ৫ হাজার পাঞ্জাবি, ৫ হাজার শাড়ি ও ৫ হাজার লুঙ্গি বিতরণ করেছেন। সোনারগাঁয়ের ইতিহাসে একজন সংসদ সদস্যের পক্ষ থেকে এত বিপুল পরিমান ঈদ উপহার বিতরণের ঘটনা এবারই প্রথম বলে জানা গেছে। এতে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।