দুই দলের সমর্থকদের মধ্যে যেখানে ধুন্ধুমার লেগে গেছে; সোশ্যাল সাইট সরগরম বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে; সেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলি চমৎকার বিন...
দুই দলের সমর্থকদের মধ্যে যেখানে ধুন্ধুমার লেগে গেছে; সোশ্যাল সাইট সরগরম বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে; সেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলি চমৎকার বিনয়ের পরিচয় দিলেন। ম্যাচের আগের দিন আজ বুধবার সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে সমীহ জানালেন সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান।
টাইগাররা অনেকদিন ধরেই বড় দলগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তাই কোহলির কাছে টাইগাররা আর 'বিস্ময়' নয়; এটা উন্নতির ধারাবাহিকতা বলে মনে করেন তিনি।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বললেন, "ওরা যে ভালো দল সেটা এখন আর কারও কাছে বিস্ময় নয়। তারা অনেক উন্নতি করছে। এজন্য তাদের ক্রিকেট ব্যবস্থাপনাকে কৃতিত্ব দিতে হবে। কৃতিত্ব দিতে হবে তাদের ক্রিকটারদের যারা অনেক দায়িত্ব নিয়ে খেলে। নিজেদের দিনে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। "
সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয়ের আশা কতটা করছেন- এমন এক প্রশ্নের জবাবে কোহলি বললেন, "সবাই এটা বুঝতে পারছে, ম্যাচটি ভীষণ কঠিন হবে। এ ধরণের ম্যাচে কারও বিপক্ষে জয় নিশ্চিত নয়। বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। গত দুই বছরে ভালো খেলে তারা সেটি বুঝিয়েছে। ২০১৫ বিশ্বকাপে তারা অনেক ভালো করেছে। প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছি না আমরা। "