প্রথম ম্যাচের ভুল থেকে তবে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ! মাঠের ভুল কতটা কাটিয়ে ওঠা যাবে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে নামলেই বোঝা যাবে, তবে টাইগার ম্য...
প্রথম ম্যাচের ভুল থেকে তবে শিক্ষা নিচ্ছে বাংলাদেশ! মাঠের ভুল কতটা কাটিয়ে ওঠা যাবে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে নামলেই বোঝা যাবে, তবে টাইগার ম্যানেজমেন্ট যে মাঠের বাইরের ভুল কাটিয়ে উঠতে গভীরভাবে ভাবছে সেটির ইঙ্গিত দিলেন মাশরাফি। অধিনায়ক সংবাদ মাধ্যমের সামনে বলে গেলেন, পঞ্চম বোলার হিসেবে কে জায়গা পাবে তার হিসাব-নিকাশ করা হচ্ছে।
আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।