চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে বড় সংগ্রহের দ...
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অনবদ্য ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ৩৯ ওভার শেষ দলের সংগ্রহ দুই উইকেটে ২১৫ রান।
ওপেনিং করতে নেমে শুরু থেকে নির্ভরশীল ব্যাটিং করে আসছে তামিম ইকবার। সেই সুবাদে ১২৪ বলে আরো একটি ব্যক্তিগত সেঞ্চুরী করলেন চট্টলার রাজপুত্র। সেই সাথে মুশফিক ৫৬ বলে ৬২ রান
করে তামিমকে যোগ্য সমর্থন জুগিয়ে চলেছেন।
লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ৯২ বলে ৭৭ রান করে তামিমের আর ৩২ বলে ৩১ রান করেছেন মুশফিক। এর আগে ১৯তম ওভারের দ্বিতীয় বলে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। ফেরার সময় ২০ বলে ১৯ রান করেন তিনি।
সৌম্যের বিদায়ে ব্যাটে নামেন ইমরুল কায়েস। তিনি ২০ বলে ১৯ রান করে সাজ ঘরে ফিরলে তামিমের সাথে জুটি বাধেন মুশফিকুর রহিম। তামিম ১২৪ বলে ১০০ রান ও মুশফিক ৫৬ বলে ৬২ রানে ব্যাট করছে।