বন্দরে ইয়াসিন নামের সাড়ে তিন বসরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাঙ্গলবন্দের কামতাল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জ...
বন্দরে ইয়াসিন নামের সাড়ে তিন বসরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লাঙ্গলবন্দের কামতাল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলা মুছাপুর ইউপির লাঙ্গলবন্দ বাজার এলাকার সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রী জায়া চন্দ্র দাসের নাতি নওমুসলিম সুমন একই উপজেলা ধামগড় ইউপি কামতাল গ্রামের নবীর হোসেন মেম্বারের বাড়িতে ভাড়া বসবাস করে আসছে। পিতা-মাতার অযান্তে শিশু ইয়াসিন ভাড়া বাড়ি পাশে^ একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে ওই শিশুর লাশ ভেসে উঠলে পথচারি দেখে ডাকাডাকি শুরু করে। এসময় এলাকাবাসী শিশু ইয়াসিনের লাশ উদ্ধার করে। শিশু ইয়াসিনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম।
No comments