সোনারগাঁ উপজেলার হাবিবপুর হাফিজিয়া আনোয়ারা মাদ্রাসার ছাত্র সিফাত (১২) নামে এক ছাত্র গোসল করতে গিয়ে বাল্কহেডের পাখার সাথে ধাক্কা লেগে পানিতে ...
সোনারগাঁ উপজেলার হাবিবপুর হাফিজিয়া আনোয়ারা মাদ্রাসার ছাত্র সিফাত (১২) নামে এক ছাত্র গোসল করতে গিয়ে বাল্কহেডের পাখার সাথে ধাক্কা লেগে পানিতে ডুবে মারা যায়। প্রতিদিনের মত গতকাল শুক্রবার ১২ টারদিকে অন্যান্য ছাত্রদের সঙ্গে মেনীখালী নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর শনিবার উপজেলার মোগরাপাড়া ও পিরোজপুর ইউনিয়নের মেনীখালী ব্রীজের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত সিফাতের বাবা ইয়াছিন মিয়াবাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মৃত সিফাত কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর এলাকার ইয়াছিন মিয়ার ছোট ছেলে। প্রত্যাকদর্শীর সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার হাবিবপুর হাফিজিয়া আনোয়ারা মাদ্রাসার ছাত্র সিফাত ও তারবন্ধুরা এক সঙ্গে মেনীখালী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় অজ্ঞাত একটি বালুবাহী বল্কহেডের পেছনের পাখার সাঙ্গে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়। সোনারগাঁও থানার আফিসার ইনচার্জ (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের পিপিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কারো প্রতি কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃত সিফাতের লাশ দাফন করা হয়।
No comments