Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সদ্য পাওয়া

latest

সোনারগাঁয়ে চাচার থাপ্পরে ভাতিজি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে

সোনারগাঁ উপজেলার দৌলেরবাগ এলাকায় চাচার থাপ্পরে ভাতিজি আহত হওয়ার খবর পাওয়া গেছে।খোজ নিয়ে জানা যায় দৌলেরবাগ এলাকায় বসবাসরত মিঠু এবং আক্তার দু...

সোনারগাঁ উপজেলার দৌলেরবাগ এলাকায় চাচার থাপ্পরে ভাতিজি আহত হওয়ার খবর পাওয়া গেছে।খোজ নিয়ে জানা যায় দৌলেরবাগ এলাকায় বসবাসরত মিঠু এবং আক্তার দুই ভাই একই ফ্লাটে দির্ঘদিন যাবত বসবাস করে আসছিলো। ৩১ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২টা সময় মিঠু এবং আহত শিশু আরিয়া একই সাথে দুষ্টুমি করছিলো দুষ্টমির এক ফাঁকে মিঠু তার ভাতিজি আরিয়াকে আস্তে করে থাপ্পর দিতে চাইলে থাপ্পর জোরে লেগে গেলে সে কাঁদতে কাঁদতে তাদের রুমে চলে,পরে তার মা বিচারের জন্য তার শশুরকে বাড়িতে পাঠায়। এবং শালিস বসিয়ে বিচার করার কথাও শুনা গেছে,মিঠু জানায় আমি তাদের সৎ ভাই তারা আমার বিচার যা করবে আমি তাই মাথা পেতে নেবো,কারন তাদের সন্তানকে থাপ্পর দেওয়ার কোন অধিকার আমার নেই