আমিনুল ইসলাম ( সোনারগাঁ প্রতিনিধি) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছ...
আমিনুল ইসলাম ( সোনারগাঁ প্রতিনিধি)
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গী ও মাদক বিরোধী এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সভায় মুখ্য আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
এ ছাড়া স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম প্রধান,এ সভায় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা,সোনারগাঁও উপজেলা জনপ্রতিনিধি ফোরামের পক্ষে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক।সোনারগাঁ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে সোনারগাঁ জি,আর স্কুলের অধ্যক্ষ জনাব সুলতান মিয়া। সোনারগাঁ উপজেলা একাডেমিক সুপাভাইজার ( মাধ্যমিক) জনাব কাজল চন্দ্র পালের উপস্হাপনায়, এ মাদক বিরোধী সভায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কমর্কতা জনাব মোরশেদ আলম মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাসক্তদের ঠিকানা এ দেশে নাই। তাদের দমন করার জন্য প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গীবাদ মুক্ত দেশ গড়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।প্রধান আলোচক জেলা প্রশাসক রাব্বী মিয়া সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার জন্য পরামর্শ দেন।তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষে সবাইকে নিজ নিজ অবস্হান থেকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মিম শিকদার শিপলু,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকতা, সোনারগাঁ উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষক - শিক্ষার্থী বৃন্দ উপস্হিত ছিলেন।
No comments