সোনার গাঁয়ে এই প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে ভূতের আড্ডা রেঁস্তোরা। ঢাকার অদূরে নারায়নগঞ্জের সোনার গাঁ-এর মোগড়া পাড়া চৌরাস্থা থেকে পূর্...
সোনার গাঁয়ে এই প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে ভূতের আড্ডা রেঁস্তোরা। ঢাকার অদূরে নারায়নগঞ্জের সোনার গাঁ-এর মোগড়া পাড়া চৌরাস্থা থেকে পূর্ব দিকে এক মিনিট পায়ে হেঁটে খন্দকার প্লাজার ৩য় তলায় অবস্থিত এই রেস্তোরা। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে তৈরি হতে যাচ্ছে এই রেঁস্তোরাটি। আলো আঁধারিতে ভূতের সব সমাগম। দেশি-বিদেশী নামকরা করা শেফদের দ্বারা সবরকমের লোভনীয় মজাদার কেমিক্যালমুক্ত দেশি-বিদেশী সব খাবার পরিবেশন করা হবে এখানে। রেঁস্তোরাটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং রয়েছে ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা। এছাড়াও প্রতিদিন দেশের সব নামকরা ব্যান্ড শিল্পীদের দ্বারা মনকাড়া সব গান পরিবেশন করা হবে এবং সকলের জন্যই উন্মুক্ত থাকবে; কোন রকম টিকেট লাগবে না। এখানে সকল ধরনের মানুষ একান্তভাবে প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এই রেস্তোরাটিতে। রেঁস্তোরার মালিক সুমন পাল বলেন, ”আসলে মানুষ বিনোদন পছন্দ করে, তাই বিনোদনের সাথে প্রিয়জনের সাথে কিছুটা কাটানো সময়, সেই সাথে পছন্দের সব মজাদার খাবার যাতে পায়, সেই চিন্তা করেই আমার এই রেঁস্তোরাটি তৈরির চিন্তা মাথায় আসে। আশাকরি আগত সকল অতিথিদের সবকিছু ভাল লাগবে এবং তাদের যাতে ভাল লাগে সেভাবেই সবকিছু করা হয়েছে।”
No comments