সোনারগাঁও প্রতিনিধিঃ সারাদেশের নেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতু...
সোনারগাঁও প্রতিনিধিঃ সারাদেশের নেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বেলা ১১টায় ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আলমচাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ।
করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের ও অভিভাবকদের সচেতন থেকে সরকারি বিধি নিষেধ মেনে বাড়িতেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে আহ্বান জানান প্রধান আলোচক হিসাবে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির আর্স্তজার্তিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম । তিনি আরোও বলেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকলেরর অভিভাবক ,দেশ ও জনগনের কল্যানে নিবেদিত প্রান সকলের স্বাস্থ্য সুরক্ষায় সর্তকতার সহিত কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি হাজী আবু হানিফ,সাবেক সভাপতি কামাল আহম্মেদ,মর্নিংসান কিন্ডার গার্টেনের পরিচালক লুৎফর রহমান,সোনাগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।