নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাগর মিয়া (৪০) নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে...
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সাগর মিয়া (৪০) নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে সাগর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে রূপগঞ্জে তার কর্মস্থলে যাচ্ছিলেন সাগর মিয়া। এসময় রূপগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যান তার মোটরবাইকের সাথে মুখোমুখি সংর্ঘষ হলে মোটর সাইকেল আরোহী সাগর ছিটকে সড়কের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ২ সন্তানের জনক নিহত সাগর মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কারারহাট গ্রামের মাহাতাব মিয়ার ছেলে।