Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

সদ্য পাওয়া

latest

সাকরাইনে মাতোয়ারা পুরান ঢাকা

 পুরান ঢাকার সাকরাইন 2021 আবারও পুরান ঢাকার অলি-গলিতে, খোলা ছাদে, সুতা মাঞ্জা দেওয়ার ধুম! আকাশজুড়ে উড়তে তৈরি রকমারি সব ঘুড়ি। সারাদিনের আকাশ ... পুরান ঢাকার সাকরাইন 2021


আবারও পুরান ঢাকার অলি-গলিতে, খোলা ছাদে, সুতা মাঞ্জা দেওয়ার ধুম! আকাশজুড়ে উড়তে তৈরি রকমারি সব ঘুড়ি। সারাদিনের আকাশ মাতিয়ে রাখবে তারা। আর সন্ধ্যার আকাশ আলোকিত হবে আতশবাজিতে। হ্যাঁ, এতসব আয়োজন সবার প্রিয় সাকরাইন উৎসব ঘিরে। কিন্তু জানেন কি, এই উৎসবের শুরু কবে থেকে? প্রায় ৪০০ বছর আগে! পুরান ঢাকায় ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু হয়েছিলো সেই মুঘল আমলে। তবে শুরু থেকেই কিন্তু ছাদে নয়! সেস


ময় সাকরাইন উৎসব জমে উঠতো খোলা মাঠে। পুরান ঢাকাবাসীর ঘুড়ি তৈরির কারুকাজ ও ওড়ানোর কৌশল মুগ্ধ করতো সবাইকে। পৌষের শেষ দিনটাকেই তারা বেছে নিতেন উৎসবের দিন হিসেবে। এই দিনটিকে বলা হয় ‘পৌষসংক্রান্তি’। আর ‘সংক্রান্তি’ থেকেই এসেছে ‘সাকরাইন’ নামটি। একসময় পৌষের শেষে পুরান ঢাকার জামাইরা শ্বশুরবাড়ি এলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হতো ঘুড়ি ও নাটাই। সব বাড়ির জামাইদের ঘুড়ি ওড়ানো দেখতেন এলাকাবাসীরা। আর জামাইদের আপ্যায়নে থাকতো বিভিন্ন পিঠা-পুলির আয়োজন।
সময়ের সাথে সাথে সাকরাইন পালনে পরিবর্তন এলেও উৎসবের অনুভূতি কিন্তু একই আছে।