নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় গঙ্গানগরের সফিকের ছেলে নজরুল বাহিনীর তান্ডবে দিশেহারা এলাকাবাসী। চাপ...
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় গঙ্গানগরের সফিকের ছেলে নজরুল বাহিনীর তান্ডবে দিশেহারা এলাকাবাসী।
চাপাতি দিয়ে কুপিয়ে ৬ জনকে গুরতর আহত করে
এই বেপারে হাবিবুর রহমান রিপন বাদী হয়ে গত বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন মামলার বিবরণ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়
গঙ্গানগর এলাকার সফীকের ছেলে নজরুল ইসলাম ১০/১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে ।
জোর পূর্বক জমিজমা দখলের চেষ্টা করে। জমিসংক্রান্ত বেপারে একই এলাকার হাজী সফী উদ্দিন ও হাবিবুর রহমান রিপনের পরিবারের সথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল নজরুলের পরিবারের সাথে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে গত বৃহস্পতিবার সন্ধ্যা 7.30 এর দিকে সফিকের ছেলে নজরুল ও ফারুক,রমিজ উদ্দিনের ছেলে রাজু ও জুম্মন, রহম আলীর ছেলে সেলিম, সীদ্দিক এর ছেলে কাওসার সহ আর ৮/৯ জন ধারালো চাকু, চাপাতি,ছূরা, লোহার সাবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাজী সফি উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায় হামলায় হাজী সফী উদ্দিন, ফয়েজ উল্লাহ, ইয়ানবী, নাজমুল হাসান শাওন সহ ৬ জনকে মাথায়, হাতে,পায়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে । আহতদের
ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই বেপারে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম বলেন এই ঘটনায় মামলা নেয়া হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে